Snowfall: চারিদিকে বরফের পুরু আস্তরণ! ১০ বছর পর তুষারপাত লাভা-রিশপে
নিজস্ব প্রতিবেদন: দার্জিলিং-এ তুষারপাত চলছে লাগাতার। এবার বরফের চাদরে ঢেকে গেল কালিম্পং-র লাভা ও রিশপের মতো পর্যটনকেন্দ্রগুলিও। আশেপাশে এলাকা থেকে চলে এসেছেন বেশ কিছু পর্যটক। তাঁরা রীতিমতো উৎফুল্ল।
তাও প্রায় ১০ বছর! যেদিকে চোখ যায়, শুধু বরফ আর বরফ। এমন দৃশ্য আর দেখা যায়নি কালিম্পং-এ।
শুক্রবার রাতভর বরফ পড়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। এদিন সকালে যখন অঝোরে বৃষ্টি পড়ছিল সমতলে, তখনও তুষারপাত থামেনি পাহাড়ে।
রাস্তাঘাট, বাড়িঘর ঢেকে গিয়েছে বরফের পুরু আস্তরনে। দার্জিলিংয়ের ঘুমে এত তুষারপাত হয়েছে যে, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
বাদ গেল না কালিম্পং-ও। হাড় কাঁপানো ঠান্ডা তো ছিলই, শুক্রবার রাত থেকে বরফ পড়তে শুরু করে লাভা ও রিশপে।
পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলি ইতিমধ্যেই খুলে দিয়েছে রাজ্য সরকার। তুষারপাতের খবর পেয়ে দার্জিলিং-র আশেপাশে এলাকা থেকে লাভা ও রিশপে চলে আসেন বেশ কয়েকজন পর্যটক। তারপর যা দেখলেন, তাতে উৎফুল্ল তাঁরা।