Snowfall: সিজনের প্রথম তুষারপাত-রেকর্ডের পরেও চলছে বরফ-স্পেল! দার্জিলিং-সান্দাকফু ক্রমশ ঢাকছে...

Soumitra Sen Sat, 23 Nov 2024-6:11 pm,

বৃহস্পতিবারই মরশুমের প্রথম তুষারপাত ঘটেছিল সান্দাকফুতে। বৃহস্পতিবার দুপুরে সান্দাকফু-সহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাত শুরু হয়। আর এই তুষারপাতকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। 

অক্টোবর মাসের মাসের শেষের দিকে সিকিমে তুষারপাত হয়েছিল। তবে দার্জিলিংয়ে সেভাবে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি তখন। সেটাও এই নভেম্বরে হয়ে গেল। বৃহস্পতিবার দুপুরে সান্দাকফু-সহ দার্জিলিংয়েও তুষারপাত শুরু হয়।

নভেম্বরেই তুষারপাত দেখে আশায় বুক বাঁধছে পর্যটন ব্যাবসায়ীরা। সাধারণত ডিসেম্বরের শুরুর দিকে তুষারপাতের আভাস মেলে। কিন্তু এ বছর নভেম্বরেই তুষারপাত হওয়ায় স্বাভাবিকভাবেই এ বছর তুষারপাতের পরিমাণ বাড়বে বলেই আশাবাদী বিভিন্ন মহল। 

এবারে শীত আসার আগেই শীত নিয়ে নানা পূর্বাভাস ছিল। কেউ কেউ তো এমনও বলছিল, রেকর্ড শীত পড়বে দেশে, পড়বে বিপুল তুষারও। এমনকি, কলকাতায় বরফ-পড়ার এআই-নির্মিত ছবিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল।

না, কলকাতার বিষয়টা আপাতত রসিকতাই। কিন্তু তা বলে এবার ঠান্ডা পড়বে না, এমন নয়। বলতে গেলে, এবার যে রেকর্ড ঠান্ডাই পড়বে তার ইঙ্গিত কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। সান্দাকফুতে টানা তুষারপাত হচ্ছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে দার্জিলিং কার্সিয়াং জুড়ে।

ওদিকে সান্দাকফুতে তুষারপাতের বাড়বাড়ন্ত দেখে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন সরকারকে ইতিমধ্যেই প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়ে রাখল। দেখা যাক অদূর ভবিষ্যতে কী হয়?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link