Sofía Vergaraর নগ্ন ফটোশুট ভাইরাল, ৪৫-এও কতটা লাস্যময়ী ছিল নায়িকার শরীর?

Fri, 06 Aug 2021-6:18 pm,

নিজস্ব প্রতিবেদন: সোফিয়ার (Sofia Vergara) ন্যুড ফটোশুট উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ৫০ হতে আর এক বছর বাকি নায়িকার, তারই মাঝে ৪৫ বছরে করা একটি ম্য়াগাজিনের ফোটোশুটের ছবি ভাইরাল। 

বোল্ড লুকে বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হয়েছিলেন সোফিয়া। কলম্বিয়ান আমেরিকান নায়িকার এই বয়সেও লাবণ্য ঝরে পড়ছে।

৪৫-এও ম্য়াগাজিন কভারে তিনি, নিজেকে সেইভাবে ধরে রেখেছেন। ফিগার ধরে রাখতে পারলে শুধু নতুন প্রতিভারাই কেন, যে কোনও বয়সেই কভারে থাকা যায়।

সুন্দর শারীরিক গঠন, এবং ফিট থাকতে গেলে নিজের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। প্রচুর পরিশ্রমে ফিট মডেল হওয়া যায়, অনেক ত্যাগও প্রয়োজন, মত সোফিয়ার (Sofía Vergara)।

সোফিয়া জানান, তাঁর এই পদক্ষেপ আগামি দিনে প্রচুর মডেলকে অনুপ্রাণিত করবে এবং তাঁদের নিজের শরীরকেও ভালবাসতে শেখাবে।

৪০ বছরে পা দেওয়ার পরই আত্মবিশ্বাসে ঘাটতি পরে তাঁর, তিনি চশমা দিয়ে চোখ ঢেকেও রাখতেন, কারণ তিনি মনে করতেন তাঁকে বয়স্ক দেখতে লাগছে। যদিও ফোর্বসের ২০২০র তালিকায় তিনিই ছিলেন সর্বোচ্চ পারিশ্রিমিকের নায়িকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link