Soham Chakraborty: মেয়ের জন্য ফের বিয়ের পিঁড়িতে `বাবা` সোহম! পাত্রী কে?

Wed, 19 Jan 2022-3:29 pm,

নিজস্ব প্রতিবেদন:করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এরই মাঝে প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির খবর। ছবির নাম 'হার মানা হার'।

শুটিং শুরু হতে চলেছে রাজা চন্দের আপকামিং ছবি হার মানা হার।ছবির গল্প লিখেছেন মৌমিতা চ্যাটার্জি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী,আয়ূষী তালুকদার, পায়েল সরকার,সুদীপ্তা চক্রবর্তী এবং শিশু শিল্পী সিলভিয়া দে।

ছবির গল্পে, বিক্রম একজন ধনী এবং সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর ১০ বছরের কন্যার নাম মিষ্টি। মিষ্টির মা মারা যাওয়ায় তার বাবা একা হাতেই তাকে বড় করে তুলছে।  

 

মিষ্টিকে একা বড় করে তুলতে হিমশিম খায় বিক্রম। তাই সে বোন শ্রেয়সীর সাহায্য নেয়।শ্রেয়সী তাঁকে ফের বিয়ে করার পরামর্শ দেয়।প্রথমে রাজি না থাকলেও পরে মিষ্টির কথা ভেবে সে রাজি হয়ে যায়। 

 

নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট থেকে পাত্রী খোঁজা শুরু হয়ে। তারমধ্যে একজনের সঙ্গে বিয়ে ঠিক হয় বিক্রমের।

 

এসবের মাঝেই বিক্রমের জীবনে এসে যায় আরেকজন নারী বুলবুলি।মিষ্টি যাকে মায়ের মতোই ভালোবেসে ফেলে। এমন এক পরিস্থিতিতে কী করবে বিক্রম? এমনই একটি রোম্যান্টিক গল্প নিয়ে তৈরি হতে চলেছে পারিবারিক ছবি 'হার মানা হার'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link