Week 14 | Daily Cartoon | সোমান্তরাল | এবার গণেশের পালা...
আসছি আমি জেনেই রেখো মেঘ জমলেও তৈরি থেকো!
আদা-লঙ্কা-টমেটো দরদামে কে খাটো!
মেঘের গায়ে স্বপ্ন আঁকা, খামখেয়ালের গন্ধমাখা!
ধুম তা না না না, আয় তোরা দেখে যা না... জ্বলছে জ্বলছে দ্যাখ সব সবজির ছানা!
ফেসবুক-ইনস্টা-ট্যুইটারেই রই.. তো! মূর্খ বড়, সামাজিক নই?
বোঝা আর না বোঝার ফাঁকে... পরিসংখ্যান বসে থাকে!
ফিরতি পথে রথের হাঁটা মেলার মাঠে স্মৃতিও ঘাঁটা!