Week 15 | Daily Cartoon | সোমান্তরাল | পঞ্চায়েতের পর...
"কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে!"
তীরের পানে চেয়ে থাকি পালের নৌকা ছাড়ি গাছের পরে গাছ ছুটে যায়, বাড়ির পরে বাড়ি।
"একলা হতে চাইছে গাছটাও, হলদে পাতার আলতো ঝড়ে পাতায় পাতায় বিষন্নতা, গাছেরও মন কেমন করে…"
যায় যায় দিন, বসে বসে দিন... তার চেয়ে ভালো পাতে চিকেনের ঋণ!
চাঁদের স্লেটে রেখা টেনে অ-আ-ক-খ বর্ণমালা লেখা প্র্যাকটিস চলছে...
আসছি আমি জেনেই রেখো মেঘ জমলেও তৈরি থেকো!
আদা-লঙ্কা-টমেটো দরদামে কে খাটো!