Week 17 | Daily Cartoon | সোমান্তরাল | বাঘ বাহাদুর...
জঙ্গলের রত্ন আমি, কালো-হলুদ ডোরা... / আমায় মেরে সভ্য হলি, এমন মানুষ তোরা!
কথার কথা বয়ে গেছে অবহেলার স্রোতে... / গাছের গায়ে গাছের আদর দেখলে প্রেমিক হতে!
আজ ভাবছ, দারুণ আছ! কাল ভাববে কী? / বাঁচাই বড়! তাই মেখে নাও, গরম ভাতে ঘি!
যুদ্ধ হবে, যুদ্ধ হয়.. তোমরা আছ, কীসের ভয়! / শহীদস্মৃতি, টাটকা ক্ষত। বীরসেনাতে মাথা নত!
১০ কোটি সন্তানেরে হে চিত্র জননী... / রেখেছ বাঙালি করে, উত্তম করোনি!
নবাব নবাবি করে, নেতা নেতাগিরি... লেগপিসে মন দেয় পেটুক বেচারি!
শাক-সবজি-চিকেন বা মাছ, উঁচু তলার বাসিন্দা... / ফলের রাজা ফর্টি মাত্র, মন শান্তির পারিন্দা!