Kids Brain Health: শিশুদের বুদ্ধির বিকাশে যে কাজগুলো অবশ্যই করুন

Thu, 02 Sep 2021-8:05 am,

নিজস্ব প্রতিবেদন: শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্রেন বা মগজের পুষ্টি অত্যন্ত জরুরি। তাহলেই আগামিদিনে উন্নতির গতি বৃদ্ধি পায়। চিকিৎসকরা বলছেন, ছোট থেকেই একজন শিশুর মগজের পুষ্টি প্রয়োজন। স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিভাবকদেরই সেই কাজে নিজের বাচ্চাটাকে ব্যস্ত রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজে একটা শিশুর মগজাস্ত্রে শান দেওয়া যেতে পারে।  

চিকিৎসকরা বলছেন, Puzzles (পাজলস) সলভ করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে।

Twisters & Teasers সমাধান করলেও শিশুদের মাথা সচল হয়। এই ধরনের কাজে শিশু লিপ্ত থাকলে, তার ভাবার ক্ষমতা বাড়ে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের বুদ্ধির ধার বাড়ায় অঙ্ক। কঠিন অঙ্কের সমস্যা সমাধান করতে জানলে, কোনও সমস্যাই নাকি আর সমস্যা থাকে না।

খেলাধুলো কেবল শারীরিক নয়, মানসিক গঠনও বদলে দেয়। সেজন্য আপনার শিশুকে যে কোনও ধরনের খেলার সঙ্গে যুক্ত রাখুন। অবশ্যই যোগাসন করান।

কেবল মাতৃভাষা, একটা-দুটো ভাষা নয়। নিজের শিশুকে আরও বেশ কয়েকটি ভাষা শেখান। বাচ্চাদের ব্রেনের গ্রোথে ক্রিয়েটিভ স্কিল বাড়ানো অত্যন্ত জরুরি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link