Luxurious Private Islands: ছুটি কাটানোর জন্য এঁদের আছে নিজেদের আস্ত দ্বীপ! শাকিরা-ডিক্য়াপ্রিয়োর সঙ্গেই আছেন শাহরুখ...

Rajat Mondal Mon, 30 Dec 2024-3:53 pm,

জ্যাকুলিন বলিউডের একমাত্র অভিনেত্রী যাঁর নিজস্ব একটি দ্বীপ রয়েছে। শ্রীলঙ্কার বাসিন্দা তিনি। এখানেই তাঁর নিজস্ব দ্বীপ রয়েছে। বছরে অন্তত একবার হলেও তিনি এখানে ঘুরে যান।

ছবির প্রচারে মাঝে মধ্যেই দুবাই যান বলিউডের কিং শাহরুখ। জানা গেছে, দুবাই -এ তাঁর একটি নিজেস্ব দ্বীপ রয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে দুবাইয়ের পাম জুমেইরায় একটি দ্বীপ কিনে রেখেছেন শাহরুখ।

বলিউড সিনেমার জনপ্রিয় সঙ্গীত শিল্পী  মিকা সিং। তিনিও ব্যক্তিগত প্রয়োজনে  মলদ্বীপে নিজস্ব একটি একটি দ্বীপ কিনে রেখেছেন।

ল্যারি এলিসন হলেন ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ইনি  মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম লানাই নামক একটি দ্বীপের মালিক।

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক মেল গিবসন।২০০৫ সালে জাপানের টোকিয়ো কর্পোরেশন থেকে প্রায় ১২৮ কোটিতে ফিজিতে মাগো দ্বীপ কিনেছিলেন।

লিওনার্দো ডিক্যাপ্রিও হলেন বেলিজের একটি দ্বীপ ব্ল্যাকডোর কায়ে-এর মালিক। তিনি একজন আমেরিকান অভিনেতাও । ২০০৪ সালে তিনি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে এই দ্বীপের আবিষ্কার করেছিলেন। এবং এই দ্বীপে একটি টেকসই ইকো-রিসর্ট গড়ে তোলার পরিকল্পনাও করেছেন।

স্টিভেন স্পিলবার্গ হলেন হলিউডের পরিচালক। তাঁর বিখ্যাত ছবি জুরাসিক পার্ক। পর্তুগালের উপকূলে মাদেইরা আর্কিপেলাগোতে একটি দ্বীপের মালিক। ২০১৩ সালে ৩০০০ মাইল রাউন্ড-দ্য-ওয়ার্ল্ড ক্রুজে বিলাসবহুল ইয়ট নিয়েছিলেন। 

শাকিরা হলেন কলম্বিয়ার গায়িকা যিনি স্প্যানিশ- এবং ইংরেজি উভয় ভাষার গানে সাফল্য অর্জন করেছেন। তিনি ২০১১ সালে স্প্যানিশ গায়ক আলেজান্দ্রো সানজের সঙ্গে একটি সুন্দর সাদা-বালির দ্বীপ কিনেছিলেন।

রিকি মার্টিন একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০০৮ সালে রিকি মার্টিন প্রায় ৬৮ কোটির ২০ একরের দ্বীপ কেনেন। দ্বীপটির নাম ইলহা দো মাইয়া। দ্বীপটি  রিও ডি জেনিরো থেকে প্রায় দুই ঘন্টা দূরে ব্রাজিলের উপকূলে অবস্থিত।

শেখ জামাল আল নাদাক হলেন দুবাই-এর একজন ব্যবসায়ী,  সম্প্রতি তার স্ত্রী সৌদি আল নাদাকের জন্য এশিয়ার একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছিলেন। ভারতীয় মূল্যে দ্বীপটির ক্রয় মূল্য প্রায় ৪২৭ কোটি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link