বিদেশি কুকুরের মোহে বিলুপ্তির পথে দেশি প্রজাতির সারমেয়
সভ্যতার শুরু থেকে মানুষের বিশ্বস্ত বন্ধু কুকুর। আধুনিক যুগে বাড়িতে সারমেয় রাখেন অনেকে। কিন্তু সেগুলি সবই বিদেশি কুকুর। দেশি কুকুর আমাদের না-পসন্দ। এর ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি কুকুর
পশ্চিমবঙ্গেই বেশি দেখা যায় এই প্রজাতির দেশি কুকুর। উত্তর ভারত, বিশেষত দিল্লি ও বরেলিতে পাওয়া যায় রামপুর হাউন্ড। আগে রাজা-মহারাজার এই প্রজাতির কুকুর পছন্দ করতেন। কিন্তু এখন তারা বিলুপ্তির মুখে।
তামিলনাড়ুতে পাওয়া যায় এই প্রজাতির কুকুর। এরা খুবই বিশ্বাসী ও বুদ্ধিমান। শিশুদের সঙ্গে এরা খেলতে খুব পছন্দ করে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের এই পরম বন্ধু।
মণিপুরে দেখা যায় এই মাঝারি মাপের কুকুরকে। বড় লোমে ভর্তি শরীর।
জম্মু-কাশ্মীরে পাওয়া যায় এই ধরনের কুকুর। এরাও বিলুপ্তির পথে।
অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় এই প্রজাতির কুকুর। দেখতে অনেকটাই বিদেশি কুকুরদের মতো। এই প্রজাতির কুকুর আর দেখা যায় না বলেই চলে।
অন্ধ্রপ্রদেশে দেখা মেলে এই প্রজাতির কুকুর। বেশি জনপ্রিয় নয় তারা। তবে বেশ কাজের। কিন্তু এরাও আজ হারিয়ে যাওয়ার পথে।
দেখতে রাজসিক। এক ঝলকে দেখলে মনে হবে বিদেশি কুকুর। তামিলনাড়ুর কয়েকটি জায়গায় দেখতে পাওয়া যায় এরা। এখনই ব্যবস্থা ভবিষ্যতে আর হয়তো দেখা মিলবে না।
শক্তিশালী ও খুবই সক্রিয়। আগে শিকারের কাজে ব্যবহার করা হত। এখন বিলুপ্তির পথে।
ভারতে আর তাজির দেখা মেলেই না। হ্যাঁ, মানুষের অবহেলায় হারিয়ে গিয়েছে এই সুন্দর প্রাণীটি। যে কোনও বিদেশি কুকুরকে টেক্কা দিতে পারে তাজি।
সক্রিয় ও শক্তিশালী, তেমনই বুদ্ধির অধিকারী কাইকাদি। বর্তমানে আর দেখা মেলে না। হারিয়ে গিয়েছে এই প্রজাতি। শুধু এই প্রজাতি নয়। আরও কত প্রজাতির দেশি কুকুর আজ বিলুপ্ত।