`কিছু লোক চায় না কৃষকরা ফসলের বেশি দাম পান, বিরোধীদের কথায় ভুলবেন না`

Tue, 29 Sep 2020-7:39 pm,

কৃষি আইনের প্রতিবাদে উত্তাল পঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক। রেল আটকে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাবের কৃষকরা। এমনকি এই আইনের প্রতিবাদে ইন্ডিয়া গেটে ট্রাক্টরও পুড়েছে। এনিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী।

উত্তরাখণ্ডের একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক রয়েছে যারা চায় না কৃষি পণ্য বিক্রি বেশি লাভ পান কৃষকরা। দেশের যে কোনও জায়গায় তাদের মাল বিক্রি করুন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন কৃষি আইন এমনভাবে করা হয়েছে যেখানে কৃষকরা আর ফোড়েদের ওপরে নির্ভরশীল হয়ে থাকবেনা না। আগে তাঁরা ফোড়েদের কাছে কম দামে কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হতেন।

বিরোধীদের নিশানা করে মোদী বলেন, বিরোধীরা বহুদিন ধরেই কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের কথা বলে আসছে। কিন্তু তা কখনও বাড়ায়নি। এনডিএ আমলেই তা স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক ধার্য করা হয়েছে।

কৃষকদের প্রধানমন্ত্রীর আশ্বাস, বিরোধীদের কথায় ভুলবেন না। কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। তা বন্ধ করে দেওয়া হচ্ছে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link