ভেড়ার মুখোশের আড়ালে রহস্যময় ব্যক্তি কে? রহস্যের সন্ধানে ক্রিমিনোলজিস্ট Anirban

Fri, 09 Jul 2021-5:55 pm,

এর আগে ব্যোমকেশের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যকে রহস্যের সন্ধান করতে দেখেছেন সিনেমাপ্রেমীরা। তবে এবার আর ব্যোমকেশ নয়, কনসাল্টিং ক্রিমিনোলজিস্টের ভূমিকায় রহস্য খুঁজে বের করবেন অনির্বাণ। সৌজন্যে বিরসা দাশগুপ্তের 'মুখোশ'। শুক্রবারই মুক্তি পেয়েছে ছবির টিজার।

 ''আচ্ছা, তুমি কাকে বেশি ভয় পেতে? একজন সাইকোলজিকালি ডিস্টার্বড খুনিকে, নাকি একজন সুস্থ মস্তিষ্কের খুনিকে?'' টিজারের শুরুতে অনির্বাণ ভট্টাচার্যের মুখে এই ডায়ালগ থেকেই স্পষ্ট হয়ে যায়, এখানে রহস্যের পাশাপাশি সাইকোলজিক্যাল জটিলতাও উঠে আসবে। 

পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে-কে।

টিজারে একটা ভেড়ার মুখোশের আড়ালে রহস্যময় এক ব্যক্তিকে দেখা যায়। কে সেই ব্যক্তি? রহস্যভেদে নামেন পুলিস অফিসার চান্দ্রেয়ী ঘোষ। বোঝার চেষ্টা করছেন ক্রিমিনাল মনের গূঢ় কথা। আর তাঁর সহযোগীর ভূমিকাতেই রয়েছেন আরেক অনির্বাণ, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীকে।

টিজারে কেমন যেন একটা হ্য়ালুসিনেটেড গলায় অনির্বাণ চক্রবর্তীকে বলতে শোনা যায়, ''আমরা ওকে ফলো করছি না, ওই আমাদের ফলে করাচ্ছে''। তাঁর সেই ডায়ালগও যেন একটা রহস্যের গন্ধ রয়েছে। 

 

ছবির পোস্টার শেয়ার করে পরিচালক বিরসা দাশগুপ্ত লিখেছেন, ''প্রত্যেক মুখোশের আড়ালে একটা মুখ থাকে, আর মুখের আড়াল আলাদা গল্প।''  বেশ বোঝা যাচ্ছে এখানে সাইকোলজিক্যাল থ্রিলারের আড়ালে একটা রহস্যের গল্প উঠে আসবে। 

ছবিতে কৌশিক সেন ও পায়েল দে-কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। টিজারে একঝলক দেখা গেল পায়েলকে।

প্রসঙ্গত, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবির নাম প্রথমে 'সাইকো' রাখা হয়েছিল। সেই মত ছবির পোস্টারও সামনে আসে। তবে পরে নাম বদলে 'মুখোশ' রাখা হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link