NRC বিরোধিতায় মুখ্যমন্ত্রীর আচরণ `সন্দেহজনক`, বিক্ষোভ সভা থেকে সোচ্চার সোমেন মিত্র

SUDESHNA PAUL Wed, 11 Dec 2019-8:07 pm,

মৌমিতা চক্রবর্তী- লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আজ রাজ্যসভায় বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল পেশের পর থেকে উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ। দিনভর রাজ্যসভায় চলছে CAB বিতর্ক।

এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গেও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস।

বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভে উপস্থিত ছিলেন সোমেন মিত্র সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

এনআরসি ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন সোমেন মিত্র।

বলেন, "তৃণমূল নেত্রী এনআরসি-র বিরোধিতা করছেন। আর এদিকে ভোটাভুটির সময় যেসব তৃণমূল সাংসদ অনুপস্থিত রইলেন, তাঁদের ব্যাপারে চুপ কেন? বিষয়টা খুব সন্দেহজনক।"

প্রদেশ কংগ্রেস সভাপতির স্পষ্ট হুঁশিয়ারি, "আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই জন্য জেলে যেতে হলে, তাতেও রাজি।"

এদিন রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,  নাগরিকত্ব সংশোধনী বিল(Citizenship Amendment Bill) নিয়ে মিথ্যে রটানো হচ্ছে। এনিয়ে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। এই বিলে দেশের মুসলিমদের কোনও ক্ষতি হবে না।

তাঁরা এদেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। এনিয়ে দেশের একজন মুসলিমেরও শঙ্কার কোনও কারণ নেই।  এনিয়ে যা রটানো হচ্ছে তা ঠিক নয়। মোদী সরকারের নেতৃত্বে এদেশের মুসলিমরা নিরাপদ।

কিন্তু তার অর্থ এই নয় যে বিশ্বের সব দেশের মুসলিমদের এদেশে আশ্রয় দিতে হবে। কোথা থেকে দেব! কীভাবে চলবে দেশ!

বিলটি সম্পর্কে শাহ আরও বলেন, এই বিলটি আনা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় কারণে অত্যাচরিত সংখ্যালঘুদের জন্য। এদের সঙ্গে এদেশের মুসলিমদের কোনও সম্পর্ক নেই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link