করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় PPE কিট দিচ্ছেন সোনাক্ষী
করোনা ভাইরাসের মতো বিশ্ব মহামারীর এই সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার তাঁদের সুরক্ষার জন্য এগিয়ে এলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় PPE (Personal Protective Equipment) পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে এলেন সোনাক্ষী সিনহা।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে প্রয়োজনীয় PPE (Personal Protective Equipment) পৌঁছে দিতে www.tring.co.in সঙ্গে মিলিতভাবে অর্থ সংগ্রহ করছেন সোনাক্ষী।
সোনাক্ষীর কথায়, ''এটা খুবই দুর্ভাগ্যজনক যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন, অথচ তাঁদের জন্য প্রয়োজনীয় পিপিই কিট নেই। আমি সকলের কাছে অনুরোধ করবো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে পিপিই পৌঁছে দেওয়ার এই উদ্যোগে সামিল হতে। '
ইতিমধ্যেই সোনাক্ষীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কিট পাঠাচ্ছেন।
যাঁরা ২৫ থেকে ১০০টির মধ্যে পিপিই কিট দেবেন, তাঁদের সোনাক্ষী নিজেই মেসেজ পাঠাবেন। আর যাঁরা ২০০টিরও বেশি পিপিই কিট দেবেন, তাঁদের সঙ্গে সরাসরি ভিডিয়ো কলে কথা বলবেন সোনাক্ষী।