লকডাউনে দুঃস্থদের সাহায্য করার জন্য নিজের আঁকা ছবি বিক্রি করছেন সোনাক্ষী
লকডাউনে গৃহবন্দি। আর এই পরিস্থিতিতে ছবি আঁকায় মন দিয়েছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষী যে অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অসাধারণ চিত্রশিল্পী, তা হয়ত অনেকেই জানেন না। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
fankind নামক একটি সংস্থার সঙ্গে মিলিতভাবে আগামী ২৪ মে একটি নিলামের আয়োজন করেছেন সোনাক্ষী। যেখানে সোনাক্ষীর আঁকা ছবিগুলি কেনা যাবে। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
ছবি বিক্রির মাধ্যমে উঠে আসা অর্থ চলে যাবে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
সোনাক্ষী তাঁর আঁকা বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এবং সেখানে প্রত্য়েকটি ছবির যে আলাদা আলাদা অর্থ রয়েছে সেগুলিও ব্যাখ্যা করেছেন। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
৬ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যের ছবিও রয়েছে সোনাক্ষীর কাছে। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
সোনাক্ষী লিখেছেন ছবি বিক্রির টাকায় তিনি দুঃস্থদের কাছে রেশন পৌঁছে দেবেন। (ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
(ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
(ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
(ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)
(ছবি- সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম)