Sonam Kapoor Baby Shower Photo: নান্দনিক সাজসজ্জা, চিজকেক, হাসিতে মাখা সোনমের বেবি শাওয়ার, রইল অন্দরের ছবি

Thu, 16 Jun 2022-11:37 am,

নিজস্ব প্রতিবেদন: মা হতে চলেছেন সোনম কাপুর। অন্তঃসত্ত্বা সোনম চুটিয়ে উপভোগ করছেন এই সময়। কিছুদিন আগেই প্যারিস ঘুরতে গিয়েছিলেন সোনম। সেখান থেকে লন্ডনে ফিরেই বেবি শাওয়ারের আয়োজন করেন আনন্দ আহুজা ও সোনম কাপুর। 

 

 

বেবি শাওয়ারেও নজর কাড়লেন ফ্যাশনিয়েস্তা সোনম। পিঙ্ক হলটার নেক ম্যাক্সি ড্রেসে হবু মা সোনমের লুক ছিল অনবদ্য। 

 

সোনমের বেবি শাওয়ারে লন্ডনে হাজির হয়েছিলেন তাঁর বোন রিয়া কাপুর, লিও কল্যান সহ তাঁর কাছের বন্ধুরা। 

 

সোশ্যাল মিডিয়ায় সোনমের বেবি শাওয়ারের অন্দর সজ্জার ছবি শেয়ার করেছেন রিয়া। 

 

মেনুতে কী ছিল তার অল্প ঝলক পাওয়া গেছে। ছবিতে দেখা যাচ্ছে চিজ কেক, অলিভ সহ আরও অনেক কিছুই রয়েছে। 

 

 

অগাস্টেই প্রথম সন্তানকে ওয়েলকাম জানাতে চলেছেন মিস্টার অ্যান্ড মিসেস আহুজা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link