Gupta Parvat | Sonarpur Arohi: বিশ্বে প্রথম! অজেয় `গুপ্ত পর্বত`কে জয় করলেন বাংলার পর্বতারোহীরা...
তথাগত চক্রবর্তী: বিশ্বে কেউ যা পারেনি, সেটাই করে দেখাল সোনারপুর আরোহী। মুকুটে ফের নতুন পালক সোনারপুর আরোহীর।
এদিন সকাল ৯টা বেজে ৫ মিনিটে হিমাচল প্রদেশের লাহুল জেলায় পির পঞ্জল রেঞ্জে অবস্থিত 'গুপ্ত পর্বত' (৬১৫৯ মি) সামিট করেন সোনারপুর আরোহীর সদস্যরা। মোট ৯ জনের দল ছিল।
প্রথম ভারতীয় অভিযাত্রী দল হিসেবে এই পর্বত সফলভাবে আরোহণ করল সোনারপুর আরোহী। এর আগে দেশের তো বটেই, বিদেশেরও কেউ এই পর্বত আরোহণ করতে পারেননি।
যে পর্বত আজ অবধি কেউ দেখতে পায়নি, যে পর্বতের ছবি নেই, সেই পর্বত-ই জয় করে ইতিহাস গড়লেন বাংলার পর্বতারোহীরা।
অভিযাত্রী দলে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিষ মজুমদার, উদ্দীপন হালদার, নন্দিশ কালনানি ও একমাত্র মহিলা সদস্য দিপাশ্রী পাল।
কলকাতা থেকে ৩ জুন তারিখে রওনা দেয় তারা। প্রথমে ৬২০০ মিটার উচ্চতম মাউন্ট শিকর বেহ আরোহণের চেষ্টা করেন। কিন্তু তুষারধসের কারণে তা সফল হয়নি। এরপর এদিন সকালে 'গুপ্ত পর্বত' সফলভাবে সামিট করেন তাঁরা।