কনকনে শীতে কাঁপছেন অসহায় বৃদ্ধারা, Sonu Sood বাড়ালেন সাহায্যের হাত

Wed, 30 Dec 2020-2:45 pm,

ফের খবরের শিরোনামে উঠে এলেন সোনু সুদ। গরীবের পাশে দাঁড়ানো হোক বা অসহায়দের মুখে হাসি ফোটানো, সোনু যেন সব সময়ই চুপ করে নিজের কাজ করে যান। এবারও তার অন্যথা হল না 

কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর-পূর্ব ভারত। যার জেরে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্রের প্রায় ২০টি গ্রামের মানুষের অবস্থা সোচনীয় হয়ে দাড়িয়েছে। বিশেষ করে বয়ষ্ক মানুষের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। এবার সেই সব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ 

সম্প্রতি সোনুকে ট্যাগ করে বিকাশ দিক্ষীত নামে এক ব্যক্তি ট্যুইট করেন। যেখানে তিনি জানান, উত্তরপ্রদেশে মির্জাপুর এবং সোনভদ্র নামে দুটি এলাকা রয়েছে। ওইসব এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। প্রত্যেক বছর শীতের সময় ওই এলাকার বয়ষ্কদের অবস্থা করুণ হয়ে দাঁড়ায়

সোনভদ্র এবং মির্জাপুর-সহ ওই ২০টি গ্রামের বয়ষ্ক মানুষরা প্রত্যেকবার আশা করে থাকেন, এবার বুঝি তাঁদের জীবনে এমন কেউ হাজির হবেন, যিনি এই কনকনে ঠান্ডা থেকে তাঁদের পরিত্রাণ দেবে কিন্তু কোনওবারই তা হয় না। এবার সোনু সুদ তাঁদের শেষ আশা বলে ট্যুইট করেন  বিকাশ

উত্তরপ্রদেশের ওই ব্যক্তির ট্যুইট চোখে পড়ার পরই তাঁর সঙ্গে কথা বলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সোনু বলেন, এবার থেকে মির্জাপুর, সোনভদ্র-সহ ওই ২০টি গ্রামের কোনও বয়ষ্ক মানুষকে আর ঠান্ডায় কাঁপতে হবে না। ওই ২টি গ্রামের বয়ষ্করাই শুধু নন, ওই দুই এলাকার কোনও মানুষকেই আর এবার থেকে শীতে কষ্ট পেতে হবে না বলে স্পষ্ট জানান সোনু সুদ 

প্রসঙ্গত করোনার জেরে লকডাউন পর্ব শুরুর পর থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো থেকে শুরু করে, বাসের ব্যবস্থা করা কিংবা ট্রেনের টিকিট কাটা বা বিমানের টিকিট কেটে প্রত্যেককে ঘরে ফেরানো, প্রায় সবকিছুই বিনা বাক্যব্যয়ে করতে শুরু করেন সোনু সুদ। সেই কারণেই গরীবের মসিহা বলে উল্লেখ করা হয় তাঁকে 

পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাঁকে মসিহা-র তকমা দেওয়া হয়। যে সম্পর্কে এবার মুখ খোলেন সোনু। তিনি বলেন, তিনি কোনও মসিহা নন। শুধু অসহায় মানুষের সাহায্যের দিকে এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেন সোনু 

প্রসঙ্গত মুম্বই, কর্ণাটক, উত্তরপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ, দেশের প্রায় সর্বত্র পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানোর কাজ শুরু করেন সোনু সুদ। তিনি যে কোনওভাবেই নিজের স্বার্থের জন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না, তাও স্পষ্ট করে দেন বলিউডের এই অভিনেতা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link