মানুষের জন্য কাজ করেন সোনু সুদ, সম্মান জানাতে প্রতিকৃতি আঁকা হল বিমানের গায়ে
নিজস্ব প্রতিবেদন: তিনি রক্ষাকর্তা। কারর কাছে ভগবান। কারর কাছে সত্যিকারের নায়ক। করোনাকালে যাঁর আবির্ভাবে উপকৃত হন শয়ে শয়ে মানুষ। বলার অপেক্ষা রাখে না, ইনি অভিনেতা সোনু সুদ।
যিনি মানুষের জন্য কাজ করেন। কোনও ফলের আশায় নেই তিনি। লাভ ক্ষতি হিসেব কষেন না সোনু সুদ। অথচ মানুষের জন্য নিজের গাঁটের কড়ি খরচ করে এগিয়ে এসেছেন বারবার।
তাঁর জন্য আস্ত একটা বিমানের গায়ে তাঁর বিশাল বড় প্রতিকৃতি আঁকা। লেখা রয়েছে, A Salure to the Savious Sonu Sood, অর্থাৎ ‘রক্ষাকর্তা সোনু সুদকে স্যালুট।
সেই বিমানের ছবি অভিনেতা নিজেই শেয়ার করেছেন। পাশাপাশি লিখেছেন, ‘অসংরক্ষিত টিকিটে মোগা থেকে মুম্বই আসার সেই দিনগুলো মনে পড়ছে।‘
মানুষের জন্য কাজ করতে যে শুধু মানিবিকতা বা বিরাট একটা মনে প্রয়োজন হয় তা প্রমাণ করেছেন সোনু সুদ। গ্ল্যামার, খ্যাতিতে তিনি হয়ত প্রথম সারিতে নেই, কিন্তু আমজনতার পাশে থাকা হিরোর তকমায় তার প্রতিদন্ধিতায় আর কেউ নেই।
পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার, যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে দরিদ্র শিশুদের পড়াশোনার খরচ,অসুস্থের চিকিৎসায় ঝাঁপিয়ে পড়াব বিষয়েই নজির সৃষ্টি করেছিলেন সোনু।