জীবনে একবারই ছবি হয় তারা...
ছবি কথা বলে। সে যতই স্থির হোক না কেন, ততই তার অন্তর্নিহিত ভাষা চঞ্চল। সময়কে মুষ্ঠিবদ্ধ করে নিজেই পরিচালনা করে। এমন অনেক মুহূর্ত শিল্পী তাঁর ভাবনায় এবং অন্তরের চোখ দিয়ে ক্যামেরা বন্দি করেন। ২০১৮ সালে সোনি ওয়ার্ল্ড ফোটোগ্রাফি পুরস্কারে সে সব ছবি মনোনীত হয়েছে।
এখানে প্রত্যেকটি ছবিই প্রথম স্থান তার নিজস্বতার বিচারে। এ বারে জমা পড়েছে ৩ লক্ষের বেশি ছবি। প্রফেশনাল, ইয়থ, ওপেন এবং স্টুডেন্ট ফোকাস এই চারটি বিভাগে ছবি নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি আপনাদের কাছে তুলে ধরলাম।
অজয় মহারাজন, নেপাল ন্যাশনাল অ্যাওয়ার্ড।
ব্রেন্ডন ক্রেমার, দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল অ্যাওয়ার্ড
ইনগ্রিড ভেকেমানস, বেলজিয়াম ন্যাশনাল অ্যাওয়ার্ড
ম্যারি মোরোনি, ফ্রান্স ন্যাশনাল অ্যাওয়ার্ড
মার্টিন স্ট্রাঙ্কা, চেক প্রজাতন্ত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড
মহম্মদ তোফাজ্জল হুসেন, বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড
মিন লি, কম্বডিয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড
পারানু পিথারুংসারিথ, তাইল্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড
সাঁতিয়াগো বোরজা, ইকুয়েডর ন্যাশনাল অ্যাওয়ার্ড
সুফাকান ওংকমপুন, তাইল্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড
ওয়েনজি কিয়াও, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল অ্যাওয়ার্ড
এন সিন ওং, মালয়েশিয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড
জেয়ার হুন, মায়নমার ন্যাশনাল অ্যাওয়ার্ড