প্রবীণ নাগরিকদের দেখভালের জন্য ১০ হাজার টাকার উর্ধে সরকারি ভাতা! জানুন বিশদে

Thu, 22 Jul 2021-4:02 pm,

নিজস্ব প্রতিবেদন: এবার প্রবীণ নাগরিকদের (Senior Cirizens) জীবনযাত্রার মানোন্নয়নের কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার (Central Govt)। সিনিয়র সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে একাধিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। যার মধ্যে অন্যতম প্রবীণ নাগরিকদের দেখভালের চার্জ (Maintenance Charge) বাবদ ১০ হাজার টাকার উর্ধসীমা বাড়ানো।

 ২০১৯ সালে মোদী মন্ত্রিসভায় পাস হয় এই বিল। যার প্রধান উদ্দেশ্যই ছিল প্রবীণ নাগরিক ও মা-বাবাদের বৃদ্ধাশ্রম যাওয়া আটকানো, তাদের দরকার বোঝা ও নিরাপত্তা সুনিশ্চিত করা।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনেই প্রবীণ নাগরিকদের ভাতা সংক্রান্ত সংশোধিত বিল পেশ করার পরিকল্পনা করছে কেন্দ্র। 

সংসদে বিল পাস হলে ও তা রাষ্ট্রপতির সম্মতি পেলেই ১০ হাজার টাকার উর্ধে সরকারি সাহায্য পাবেন প্রবীন নাগরিকরা। 

তবে বেশ কয়েকটি মাপকাঠির উপর নির্ভর করবে বিষয়টি। জীবনযাত্রার ধরন, বার্ষিক আয়,সন্তানদের আয় এই সবকিছু বিচার করেই দেওয়া হবে ভাতা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link