Soumitra Khan: `১৮ বছর পর পুরনো আমিটাকে ফিরে পেলাম`, জামাইষষ্ঠী খেয়ে বললেন সাংসদ সৌমিত্র!

Wed, 12 Jun 2024-6:29 pm,

নারায়ণ সিংহ রায়: দ্বিতীয় বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী। হাতে দই-মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়িতে হাজির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। 

 

এদিন সকালে শিলিগুড়ির শিবমন্দিরে অবস্থিত বর্তমান স্ত্রী পারমিতা রায়চৌধুরীর বাপের বাড়িতে হাতে দই-মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হন জামাই সৌমিত্র। সাংসদ জামাইকে কাছে পেয়ে খুশি শ্বশুর-শাশুড়িও। 

 

জামাইয়ের জন্য ছিল স্পেশাল মেনু। মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা, জামাইয়ের আবদারে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, দই, মিষ্টি, চাটনি ইত্যাদি। 

 

সৌমিত্র খাঁয়ের শাশুড়ি অরুণা রায়চৌধুরী জানান, জামাইকে কাছে পেয়ে বেজায় খুশি আমরা। মেয়ের বিয়ের পর এই প্রথম জামাইষষ্ঠী। মেয়ে-জামাইয়ের জন্য খাদি পাঞ্জাবির সঙ্গে জামাইয়ের জন্য সোনার ব্রেসলেট বানানো হয়েছিল। তা আজ জামাইয়ের হাতে পরিয়ে দিলাম। 

 

 

অন্যদিকে সৌমিত্র খাঁ বলেন মনে ক্ষত নিয়ে শ্বশুর-শাশুড়ির আমন্ত্রণে সাড়া দিয়ে আজ শিলিগুড়িতে এলাম। মনোরম পরিবেশ শিলিগুড়িতে আসতে ভীষণ ভালো লাগে। তবে সবসময় কাজের জন্য আসতে পারি না। 

 

জামাই আদর-আপ্যায়ণে আপ্লুত সাংসদ সৌমিত্র খাঁ আরও বলেন, '১৮ বছর পর আজ আবার পুরনো আমিটাকে ফিরে পেলাম।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link