দুর্ঘটনায় আহত জনপ্রিয় গায়ক সৌমিত্র, ভর্তি হাসপাতালে
গাড়ি দুর্ঘটনার আহত জনপ্রিয় গায়ক সৌমিত্র রায়
সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় পড়ে সৌমিত্রর গাড়ি
সল্টলেকের উইপ্রো মোড়ের কাছে ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে যায় গায়কের গাড়ি
গায়কের বুকে ও পায়ে চোট লেগেছে
দুর্ঘটনার পরপরই তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়
বিধাননগর হাসপাতালেই গায়কের চিকিতসা চলছে