Bubly-Saurav | Flashback: এপার বাংলা-ওপার বাংলার মিলন! একসঙ্গে ধরা দিলেন সৌরভ বুবলী...

Sat, 27 Jan 2024-2:47 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রীতে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে।

ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। ছবির কেন্দ্র চরিত্রে বুবলীর পাশাপাশি অভিনয় করছেন তাবড় দুই অভিনেতা সৌরভ দাস এবং কৌশিক গাঙ্গুলি।

এই ৩ প্রধান চরিত্রের জীবনের গল্প বলবে ছবি ‘ফ্ল্যাশব্যাক’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাশেদ রাহা।

প্রথমবার সৌরভ এবং বুবলীর একসঙ্গে ছবি সামনে এল। অভিনেত্রী নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্ট করেছেন।

‘ফ্ল্যাশব্যাক’ ছবির প্রযোজক নারায়ন চ্যাটার্জী এবং কাজি জাফরিন মুন। বুবলীর পাশাপাশি পরিচালক রাশেদ রাহারও এটি টলিউডে প্রথম সিনেমা।

এর আগে এক ইন্টারভিউতে বুবলীকে তাঁর এই টলিউডের প্রথম কাজ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘২০২৪ সালটা আমার কাছে খুবই স্পেশাল। টলিউডে এটা আমার প্রথম কাজ।‘

তিনি আরও যোগ করেন, ‘এতদিন দূর থেকে ভালোবাসা পেয়েছি, এবার এই সিনেমার মাধ্যমে আমি টলিউডের দর্শকদের কাছে আসতে পারছি।‘

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link