দুর্ঘটনাগ্রস্থ প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Suman Majumder Mon, 21 Jan 2019-3:31 pm,

২৮ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তার পর থেকেই হাসপাতালে ভর্তি। বরোদার প্রাক্তন অধিনায়ক জেকব মার্টিন আপাতত রয়েছেন ভেন্টলেশন-এ। 

ফুসফুস ও লিভার গুরুতর আঘাত পেয়েছেন জেকব। জেকবের স্ত্রী বিসিসিআই-এর কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জেকবের চিকিত্সায় পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বরোদার অধিনায়ক হিসাবে রনজি জিতেছিলেন জেকব। বরোদার তরফেও তাঁর চিকিত্সায় তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

এবার ৪৬ বছর বয়সী রনজি জয়ী অধিনায়ক জেকবের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৯ সালে সেপ্টেম্বরে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বে জাতীয় দলে অভিষেক হয়েছিল জেকবের। 

ইউসুফ ও ইরফান পাঠানের কোচ ছিলেন জেকব। গুরুর এমন দুঃসময়ে পাঠান ভাতৃদ্বয় এগিয়ে এসেছেন। এছাড়া জাহির খান, মুনাফ প্য়াটেলের মতো প্রাক্তন তারকারাও জেকবের সাহায্যে এগিয়ে এসেছেন। 

ভারতীয় দলের হয়ে ১০টি একদিনের ম্যাচ খেলেছেন জেকব। করেছেন ১৫৮ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তিনি পাঁচটি ম্য়াচ খেলেছেন। বাকি পাঁচটি ম্য়াচ খেলেছেন সচিন তেণ্ডুলকরের নেতৃত্বে। ১৩৮টি প্রথম শ্রেণীর ম্য়াচ খেলে ৯১৯২ রান করেছেন জেকব। ২০০০-২০০১ মরশুমে বরোদার অধিনায়ক হিসাবে তিনি রনজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন। 

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ''জেকব আমার টিমমেট ছিল। এককম কম কথা বলা মানুষ হিসাবে ওকে আমার মনে আছে। জেকবের পরিবারের লোকদের এটাই বলতে চাই, এমন দুঃসময় আপনারা একা নয়। আমরা পাশে আছি।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link