Sourav Ganguly On Rohit Sharma: ২২ নভেম্বর প্রথম টেস্ট, রোহিতের জায়গায় থাকলে কী করতেন? চালিয়েই খেললেন মহারাজ...

Sun, 17 Nov 2024-6:12 pm,
Rohit Sharma Doubtful For Perth Test

এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি! রোহিত বাদে সকল ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ায় এখন। রীতিমতো অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলিরা। রোহিত ভারতেই রয়ে গিয়েছেন। 

 

Rohit Sharma Again Becomes Father

রোহিত শর্মার দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বলেই যে, বাকিদের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারবেন না, সে খবর আগেই ছড়িয়ে পড়েছিল। রোহিত-রীতিকার কোলে এসেছে দ্বিতীয় সন্তান। রোহিত বিসিসিআই-কে জানিয়েই দিয়েছিলেন যে, তিনি ছুটি নেবেন। দ্বিতীয় সন্তানের জন্মানোর সময় পাশে থাকার জন্যই এমন ভাবনা ছিল জাতীয় দলের দুই সংস্করণের অধিনায়কের। কন্য়া সন্তানের পর রোহিত এখন ফুটফুটে পুত্রসন্তানেরও বাবা।

 Rohit Sharma Doubtful For Second Test Too

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২২ নভেম্বর পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে রোহিত প্রথম টেস্টই নয়, এমনকী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন!

 

সৌরভ গঙ্গোপাধ্য়ায় যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তখনই তিনি রোহিতকে নেতৃত্ব দেওয়ার জন্য় রাজি করিয়ে ছিলেন। সৌরভ এক স্পোর্টস ওয়েবসাইটে রোহিতের অনিশ্চয়তা নিয়ে বড় মন্তব্য করলেন। সৌরভ বলেন, 'আমি আশা করি রোহিত দ্রুত অস্ট্রেলিয়া উড়ে যাবে। ওর লিডারশিপ দলের প্রয়োজন। ওর স্ত্রী গত শুক্রবার রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছে। আমি নিশ্চিত এবার ও বেরিয়ে যেতে পারবে। যত দ্রুত সম্ভব ও বেরিয়ে পরুক। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে অবশ্য়ই পারথ টেস্ট খেলতাম। এখনও খেলা শুরু হতে সপ্তাহখানেক দেরি আছে। এটা বড় সিরিজ। ও অসাধারণ অধিনায়ক। আমি মনে করি না পারথ টেস্টের পর ও অস্ট্রেলিয়া যাবে। শুরু থেকেই ওর নেতৃত্ব প্রয়োজন দলের।'

সৌরভ এই সাক্ষাত্‍কারে জানিয়েছেন যে, সাদা বলের অধিনায়কত্বের কারণে রোহিত নাকি টেস্ট ক্রিকেটের দায়িত্ব নিতে চাননি। সৌরভ বলেন, 'রোহিত টেস্ট ক্য়াপ্টেনসির জন্য় তৈরিই ছিল না। কারণ ও অন্য় ফরম্য়াটগুলোয় নেতৃত্ব দিচ্ছিল। প্রচুর কাজের ধকল ছিল। আমি আবার এসব ওয়ার্কলোডে বিশ্বাস করি না। টেস্ট ক্য়াপ্টেন তো টেস্ট ক্য়াপ্টেনই হয়। আমি ওকে বলেছিলান, শোনো, টেস্ট অধিনায়ক না হয়ে কেয়িয়ার শেষ করবে না। ও যা অর্জন করেছে, তা  দেখে আমি একটুও অবাক নই।'

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link