Dadagiri Stamp: ডাকটিকিটে সৌরভের `দাদাগিরি`, এই প্রথম কোনও রিয়ালিটি শো-কে স্বীকৃতি ডাক বিভাগের...

Tue, 19 Mar 2024-7:04 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথম কোনও রিয়ালিটি শো জায়গা পেল ডাক টিকিটে। 

 

দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতে এই স্ট্যাম্প রিলিজ করা হয়, রিয়ালিটি শোয়ের সেটে। 

 

ভারত সরকারের ডাক বিভাগের তরফে এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে। তাঁদের তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই শো-কে।

 

এই স্ট্যাম্প রিলিজ হওয়ার পর সম্রাট ঘোষ জানিয়েছেন, 'এটা দাদাগিরির জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের স্ট্যাম্প প্রকাশ্যে এল। যাঁরা যাঁরা দাদাগিরির সঙ্গে যুক্ত আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই সম্মানের পর।'

 

দীর্ঘ কয়েকবছর ধরে দাদাগিরি সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালকের আসনে অভিজিত্ সেন।

 

দাদার সঞ্চালনাতেই এই শো অন্যমাত্রা নিয়েছে। জনপ্রিয়তার শীর্ষে 'দাদাগিরি'। এবার এই ডাক টিকিট এই শোয়ের মাথায় অন্য পালক যোগ করল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link