এই সময়ের ক্রিকেটার হলে টি-২০-তে চালিয়ে খেলতেন? কী বললেন সৌরভ গাঙ্গুলি!

Sun, 05 Jul 2020-6:26 pm,

এই সময়ের ক্রিকেটার হলে আপনি কি টি-২০ খেলতেন? সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল এমনই। তিনি যে টি-২০ ক্রিকেট খেলেননি তা নয়। তবে তিনি অবসর নেওয়ার পর টি-২০ ক্রিকেটের প্রসার ও প্রচার অনেকটাই বেড়েছে আগের থেকে। 

আইপিএলে ৫৯টি ম্যাচ খেলে ১৩৫৯ রান করেছেন সৌরভ। কলকাতা, পুণে ফ্র্যাঞ্চাইজির হয়ে দাপিয়ে খেলেছেন। খেলা ছাড়ার পর আইপিএল দলের মেন্টর হয়েছেন। কিন্তু কোথাও যেন টি-২০ ক্রিকেট সেভাবে খেলতে না পারার আফসোস রয়েছে তাঁর মধ্যে!

সৌরভ এদিন বলেছেন, ''টি-২০ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ফরম্যাট। আইপিএলের প্রথম পাঁচ মরশুমে আমি খেলেছি। এখন খেললে টি-২০ ক্রিকেটের জন্য আমি নিজের প্লেয়িং স্টাইল বদলাতাম। টি-২০ মানে হাত খুলে শট খেলার লাইসেন্স। আমি উপভোগ করতাম সেটা।''

২০০৯ সালে কেকেআর-এর অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো হয়। ২০১০-এ তিনি আবার কেকেআর ক্যাপ্চেন হন। এর পর ২০১১ ও ২০১২ আইপিএলে তিনি খেলেন পুণের হয়ে।

বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল-এ মায়াঙ্ক আগরওয়ালকে একটি সাক্ষাত্কার দিয়েছেন বিসিসিআই সভাপতি। সেখানেই তিনি টি-২০ তে খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link