১৮-য় পা সানার, মেয়ে জন্মদিনে আবেগপ্রবণ সৌরভ
দেখতে দেখতে দিন চলে যায়। বিসিসিআই সভাপতি হয়তো সে কথাই ভাবছেন এখন। সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা ১৮-য় পা রাখলেন।
ওডিসি নৃত্যে পারদর্শী। ভাল গান করতে পারেন। আইসিএসইতেও ভাল ফল করেছেন সানা। অর্থাত্ সব দিক থেকেই গুণী মেয়ে।
মেয়ের আঠারো বছর! সৌরভ গাঙ্গুলি আজ তাই আবেগপ্রবণ। উচ্ছ্বসিতও বটে!
সানা যেদিন জন্মেছিলেন সৌরভ ছিলেন বিদেশে। টেস্ট খেলতে গিয়েছিলেন। ফলে মেয়েকে সশীররে দেখেছিলেন বেশ কিছুদিন আগে। আজ সেই মেয়ে ১৮-য় পা রাখলেন।
জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সানা। সৌরভ গাঙ্গুলিও ইনস্টাগ্রামে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন।