Chennai Rain: বৃষ্টি বিধ্বস্ত চেন্নাই, বাতিল দক্ষিণ-পূর্ব রেলের অনেক ট্রেন

Sun, 21 Nov 2021-10:28 am,

নিজস্ব প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই। বিপর্যস্ত জনজীবন। ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। বৃষ্টির জেরে রেললাইনও জলের তলায়। ফলে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল।

দক্ষিণ-মধ্য রেলওয়েতে বিজয়ওয়াড়া স্টেশনের কাছে রেললাইন জলের তলায়। ফলে ট্রেন চলাচলে অসুবিধা তৈরি হয়েছে। ট্রেন যাতায়াত করতে পারছে না। 

এই পরিস্থিতিতে আজ ৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যার মধ্যে ৩টি হাওড়া থেকে ছাড়ত। ১টি সাঁতরাগাছি থেকে ছাড়ত। 

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে- ১) ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ২) ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, ৩) ১২৮৪১ হাওড়া-চেন্নাই এক্সপ্রেস, ৪) ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস, ৫) ১২৮৩৫ হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেস।

 

দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link