দক্ষিণ কলকাতায় মেট্রোয় ঠাকুরদেখা, কোন কোন স্টেশনে নামলে কী দেখবেন? জেনে নিন

Wed, 02 Oct 2019-10:45 pm,

নর্থ হোক বা সাউথ, সব ঠাকুর দেখতে ভিড় কি ঠেলতেই হবে? মেট্রো ধরুন আর পৌছে যান পছন্দের মণ্ডপে। দক্ষিণ কলকাতায় কোন স্টেশনে নামলে কোন পুজো হাতের কাছে পাবেন, দেখে নিন তার দিকনির্দেশ-

রবীন্দ্র সদনে নেমে দেখে নিন চক্রবেড়িয়া সর্বজনীন।

নেতাজি ভবনে নামুন আর হাতের কাছে পেয়ে যান অবসর, ৭৫ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর সর্বজনীন, অগ্রদূত উদয় সঙ্ঘ এবং সঙ্ঘমিত্রা।

যতীন দাস পার্কে নামলে সহজেই পৌছে যাবেন মাতৃমন্দির, বকুলবাগান, ম্যাডক্স স্কোয়্যার এবং ২৩ পল্লিতে।

 

কালীঘাট মেট্রো স্টেশনে নামলে একসঙ্গে অনেকগুলো পুজো। কালীঘাট মিলন সঙ্ঘ, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন, বোসপুকুর শীতলা মন্দির এবং রাজডাঙা নবউদয় সঙ্ঘ।

রবীন্দ্র সরোবর স্টেশনের নাগালেই পাবেন মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সঙ্ঘ।

মহানায়ক উত্তমকুমার স্টেশনে নামলে দেখে নিতে পারবেন অজেয় সংহতি, বড়িশা ক্লাব এবং ৪১ পল্লি হরিদেবপুর।

 

নেতাজি স্টেশন থেকে পৌছে যান নাকতলা পল্লি উন্নয়ন সমিতির মণ্ডপে।

গীতাঞ্জলি স্টেশনের কাছেই নাকতলা উদয়ন সঙ্ঘ।

কবি নজরুল স্টেশনে নেমে পৌছে যেতে পারবেন গড়িয়া নবদুর্গা, বোড়াল সর্বজনীন, কামডহরী নারকেলবাগান এবং কামডহরী পূর্বপাড়ার মণ্ডপে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link