Deadly Plane Crash Today: বীভৎস বর্ষশেষ! এক মরণধাক্কার পরেই ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! রানওয়ে যেন শ্মশান...
বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণ করার সময় রেলিংয়ে গোত্তা খায়। এরপরই বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় বিমানটিতে।
কাজাকাস্তানের পরে আবার। এবার দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ে বিমানটি। থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট সেভেনসি ২২১৬ বিমান।
ইতিমধ্যেই পূর্ণ উদ্যমে উদ্ধারকাজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সং-মোক যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
এখনও পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পুরুষ ৩৯ জন, মহিলা ৪৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ, রবিবার, পুরনো বছরের শেষ রবিবারে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
রবিবার সকাল ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ল্যান্ডিং গিয়ার ম্যালফাংশনের জেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।