South Korea Plane Crash Updates: শোকের বর্ষশেষ! হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা, এখনই ১২২! ভস্মীভূত বিমানে একজনও কি জীবিত আছেন?

Soumitra Sen Sun, 29 Dec 2024-2:15 pm,

বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে মোট সংখ্যাটা ১৮১, না ১৭৯-- এই নিয়ে কিন্তু গোলমাল আছে। যাই হোক, জানা গিয়েছিল বিমানটি অবতরণ করার সময় রেলিংয়ে ধাক্কা খায়। এরপরই বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় এতে।

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ে বিমানটি। থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট সেভেনসি ২২১৬ এই বিমানটি। 

দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে আপডেটে ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে পুরুষ ৩৯ জন, মহিলা ৪৬ জন। তখনই বোঝা গিয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হলও তাই। কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। দুই ক্রু মেম্বারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর বাকিদের? 

আগে জানা গিয়েছিল 'ল্যান্ডিং গিয়ার ম্যালফাংশনে' রবিবার সকাল ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পরে-পরে কিছু আপডেট এসেছে।

যেমন জানা যাচ্ছে, ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, আর এরই জেরে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, চরম দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link