আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পিকে

Sun, 12 Aug 2018-6:09 pm,

# রাশিয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন জেরার্ড পিকে। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্প্যানিশ ডিফেন্ডার।

#  শনিবার পিকে জানান, "খুব ভাল সময় কাটিয়েছি জাতীয় দলে। একটা ইউরো একটা বিশ্বকাপ জিতেছি। সেই কাহিনির শেষ এখানেই। আমি এই সিদ্ধান্তের কথা কোচ লুই এনরিকেকে জানিয়ে দিয়েছি।"

 

# শুধু ক্লাবের খেলাতেই ফোকাস করবেন পিকে। এই লক্ষ্য সামনে রেখেই জাতীয় দল থেকে অবসর নিলেন তিনি।

# ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা পিকে ধীরে ধীরে হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

# ২০১০ সালে স্পেনের জার্সিতে বিশ্বকাপ জিতে নেন জেরার্ড পিকে।

# ২০১২ সালে ইউরো জয়ী স্পেন দলের সদস্য ছিলেন পিকে।

# ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যায় স্পেন। সেটাই হয়ে থাকল দেশের হয়ে ৩১ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের শেষ ম্যাচ।

# দেশের জার্সিতে ১০২ টি ম্যাচ খেলেছেন পিকে। করেছেন ৫টি গোল।

#  দেশের হয়ে না খেললেও বার্সেলোনার রক্ষণে থাকছেন পিকে।  

 

#  বার্সা থেকে ইয়ুথ কেরিয়ার শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জারাগোজা হয়ে ফের ২০০৮ সালে বার্সাতে ফিরে আসেন স্পেনের এই সেন্টার ব্যাক। বার্সার হয়ে ২৭৬টি ম্যাচে ২৩টি গোল রয়েছে পিকের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link