করোনার থাবা, একই ক্লাবের ১৫ জন মারণ ভাইরাসে আক্রান্ত!
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ইউরোপের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি করোনার প্রভাব পড়েছে স্পেনে। আপাতত বন্ধ লা লিগা। সবচেয়ে খারাপ অবস্থা লা লিগের ক্লাব দল দেপার্তিভো আলাভেসের।
দেপার্তিভো আলাভেস ক্লাবের ১৫ জন মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিনিয়র দলের তিন জন ফুটবলার রয়েছেন।
আলাভেসের ওয়েবসাইটে বলা হয়েছে, মোট ১৫ জন টেস্টে পজিটিভ হয়েছে। তিন জন ফুটবলার, ৭ জন কোচিং স্টাফ আর ক্লাবের অন্য পেশায় রয়েছেন আরও ৫জন আক্রান্ত।
করোনায় লা লিগার আর এক ক্লাব ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ ফুটবলার করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।