Howrah Delhi Vande Bharat: হাওড়া-দিল্লি বন্দে ভারত নিয়ে বড় খবর দিলেন রেলমন্ত্রী
বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে ভারতীয় রেল। বর্তমানে দেশের বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যা বেড়ে হয়েছে ৮২। এবার গতি বাড়ছে ওইসব ট্রেনের।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ওইসব বন্দে ভারত এক্সপ্রেসের গতি হচ্ছে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ওই দুটি রুট হল নয়া দিল্লি-মুম্বই ও হাওড়া-নয়া দিল্লি রুটে।
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বুধবার সংসদের ১০ সাংসদের এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী লিখিত জবাবে বলেন, ৩১ জানুয়ারি পর্য়ন্ত দেশের বিভিন্ন রুটে মোট ৮২টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। বিভিন্ন রাজ্যে এর জন্য লাইন পাতা হচ্ছে, বিদ্যুত সংযোগ করা হচ্ছে।
রেলমন্ত্রী বলেন, বিভিন্ন রুটে বন্দে ভারত রুটে ট্রেনে গতি হয়েছে ১৩০ কিলোমিটার। এই গত বাড়িয়ে ১৬০ কিলোমিটার করা হচ্ছে। বন্দে ভারত ওই গতি বাড়াচ্ছে দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটে।
বৈষ্ণব আরও বলেন, ২০২২-২৩ সালে বন্দে ভারতের যাত্রী বহনের শতাংশ ছিল ৯৬.৬২।