সার্জিক্যাল স্ট্রাইক ২: স্পাইসের আঘাতে ধ্বংস জইশ ঘাঁটি, এই বোমার বিশেষত্ব কী?
পাক ভূখণ্ডে ঢুকে ভারতের মিরাজ ২০০০ থেকে ফেলা হয়েছিল স্পাইস বোমা। কী এই স্পাইস বোমা?
SPICE মানে স্মার্ট প্রিসাইজ ইমপ্যাক্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ।
ইজরায়েলি প্রজুক্তিতে তৈরি এই বোমা রাডারে ধরা পড়ে না।
স্যাটেলাইট গাইডেন্স, ইলেক্ট্রো অপটিক্যাল সেনসেস রয়েছে এই স্পাইস বোমার।
১০০ কি.মি. রেঞ্জে আঘাত হানতে সক্ষম। একবারে ১০০টি পয়েন্টে আঘাত হানতে পারে।
আবহাওয়ার বাধা কাটাতে পারদর্শী।
মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণেরেখা পেরিয়ে আঘাত হানে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিতে। স্পাইস বোমার আঘাতে গুঁড়িয়ে দেয় বালাকোটের জইশের সবচেয়ে বড় অন্যতম প্রশিক্ষণ ঘাঁটি (@3)। একইসঙ্গে ধ্বংস করে চকৌটি, মুজফ্ফরবাদে অবস্থিত জঙ্গি শিবিরগুলি। নিহত হয় মাসুদ আজহার ঘনিষ্ঠ একাধিক কমান্ডার ও কমপক্ষে ৩০০ জইশ জঙ্গি।