আহমেদাবাদ থেকে স্ট্যাচু অব ইউনিটি মাত্র আধ ঘণ্টায়, সি-প্লেন চালু করছে SpiceJet

Wed, 28 Oct 2020-3:46 pm,

দেশে চালু হচ্ছে সি-প্লেন। ভারতে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু করছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা SpiceJet। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতে এই পরিষেবা চালু করছে SpiceJet।

আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে ওই সি-প্লেন পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে তা চালু করা হবে আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অব ইউনিটি পর্যন্ত।

 

খুব অল্প জলাভাগ থেকেই উড়তে পারে এই প্লেন। ইতিমধ্যেই নাগপুর, গুয়াহাটি ও মুম্বইয়ে এর ট্রায়াল শেষ করেছে SpiceJet। দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে SpiceJet-এর।

আগামী ৩০ অক্টোবর থেকে ওই প্লেনের টিকিট পাওয়া যাবে www.spiceshuttle.com সাইট থেকে। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১৫০০ টাকা। এই রুটে চলবে  SpiceJet এর ১৫ আসনের Twin Otter 300 বিমান।

আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল দশটা পনের মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link