বিরাট, শচীন, সৌরভ, সিন্ধু...! কার গ্যারেজে কী কী আলিশান গাড়ি শোভা পাচ্ছে জানেন?
অডি-র প্রতি বিরাট কোহলি বরাবরের প্রেম। কোহলির গ্যারাজে চারটে অডি রয়েছে। অডি আর এইট এলএমএক্স, অডি আরএইট ও এলডব্লিউটুয়েলভ। এছাড়া সম্প্রতি বিরাট আরও একটা অডি কিউসেভেন কিনেছেন।
গীতা ফুগত রেঞ্জ রোভার কেনার পর ছবি পোস্ট করে লিখেছিলেন, ''শেষ পর্যন্ত কঠিন পরিশ্রমের ফল পেলাম।''
বীরেন্দ্র শেহবাগকে একটা বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। শেহবাগের গ্যারাজের শোভা বাড়াতে একাধিক বিএমডব্লিউ রয়েছে।
বিএমডব্লিউ এমফাইভ, এমসিক্স রয়েছে শচীন তেণ্ডুলকরের কাছে। লাল রঙা একটা নিসান জিএসআর রয়েছে শচীনের সংগ্রহে।
২০০৯-এ হামার এসইউভি কিনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। হামার এইচটু-ও রয়েছে তাঁর সংগ্রহে। এছাড়া জিএমসি সিয়েরা, অডি কিউসেভেন-সহ একাধিক গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে।
বিএমডব্লিউ এমথ্রি, এমফাইভ ছাড়াও অডি কিউ ফাইভ রয়েছে যুবরাজ সিংয়ের। তবে ল্যামবরগিনি তাঁর বেশি পছন্দের।
লাল রঙের একখানা বিএমডব্লিউ রয়েছে পিভি সিন্ধুর।
ফোর্ড মুসতাঙ-এর মতো গাড়ি রয়েছে করুণ নায়ারের কাছে। তিনি প্রিয় গাড়িকে ভ্যালেন্টাইন বলে ডাকেন।
ল্যামবরগিনি, স্টার্ডি, ক্লাসিক মার্সিডিজ বেঞ্জ জিএল ৬৩ এএমজির মতো দামি গাড়ি রয়েছে ক্রিস গেইলের গ্যারেজে।
২০টা মার্সিডিজ, চারটে বিএমব্লিউ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংগ্রহে। রয়েচে মার্সিডিজ কনভার্টিবল।