ভারতে নতুন রূপে Spotify app, গুরুত্ব পেতে চলেছে বাংলা ভাষা

Wed, 24 Feb 2021-12:50 pm,

নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হতে চলেছে Spotify। বাংলা সহ ১২ টি ভাষাতে বব্যবহার করা যাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপে রয়েছে ৩৬ টি ভাষায় ব্যবহারের সুযোগ। 

ভারতীয় ভাষার মধ্যে Spotify অ্যাপে রয়েছে, গুজরাটি, ভোজপুরি, কান্নাড়া, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল, তেলেগু, উর্দু এবং বাংলা।  

 

"Spotifyবিশ্বব্যাপী অডিও স্ট্রিমিং ইকোসিস্টেমটিতে বিরাট বিনিয়োগ করা হয়েছে এবং বিশ্বের প্রথম অডিও প্ল্যাটফর্ম হয়ে ওঠার লক্ষ্য রয়েছে। আমরা দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নিয়ে এসেছি। ভারত আমাদের দ্রুত বেড়ে ওঠা এবং চলতি বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিউজিক অ্যাপ হতে চাই। বলে জানিয়েছেন গুস্তাভ গাইলেনহ্যামার, স্পটিফাইস ভাইস প্রেসিডেন্ট, মার্কেটস এবং সাবসক্রাবার গ্রোথ।

Spotify Hindi UI বাজার চলতি JioMusic, Saavn, Gaana জায়গা নিতে প্রস্তুতি নিয়েছে।  

এই মুহুর্তে, Gaana হ'ল পাঞ্জাবী, তামিল, তেলেগু, ভোজপুরি, বাংলা, কান্নাড়া, মালায়ালাম, মারাঠি এবং গুজরাটি সহ আঞ্চলিক ভাষায় জনপ্রিয়তার শীর্ষে। 

জানা গিয়েছে, খুব শীঘ্র এই অ্যাপে গানের সঙ্গে থাকবে লিরিক্সও। 

অরিজিনাল পডকাস্ট যেমন I Hear You, Phobia, এবং Jurm খুব শীঘ্রই লঞ্চ করা হবে Spotify প্ল্যাটফর্মে। 

একটি premium service নিয়ে আসছে Spotify। যার নাম  Spotify HiFi।  “CD-quality, lossless audio format”  থাকবে এই পরিষেবায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link