Srabanti Chatterjee: ক্রোশেট বিকিনি টপে মোহময়ী শ্রাবন্তী, কার সঙ্গে থাইল্যান্ডে অভিনেত্রী?
কাজ থেকে বিরতি নিয়ে বিদেশে ছুটি কাটাতে গেছেন টলিউডের ‘হট’ অভিনেত্রী শ্রাবন্তী। এর আগেও তাঁর ঘুরতে যাওয়ার ছবি নেট দুনিয়াতে পারদ চড়িয়েছে।
আবারও সোশাল মিডিয়াতে ছবি ছেড়েছেন অভিনেত্রী। ছেলে ঝিনুক এবং ছেলের বান্ধবীর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সেই ছবিই ঝড় তুলেছে টলি পাড়ায়।
সাদা বিকিনি এবং সানগ্লাস পরে হাল্কা সাজে প্রকৃতী অনুভব করছেন অভিনেত্রী। কোনও ছবিতে আবার তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে গোলাপি টপে।
থাইল্যান্ডের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘লাইফ ইজ সর্ট লিভ ইট’। অর্থাৎ জীবন ছোট, ভালো ভাবো বেঁচে থাকুন।
তাঁর এই ছবিতে বলিউডের বহু অভিনেতা কমেন্টও করেছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী কমেন্ট করেছেন, ‘ভ্যাকে গোল মামনি’। অভিনেত্রীর সৌন্দর্য, থাইল্যান্ডের প্রাকৃতীক সৌন্দর্যের আরও শোভা বারিয়েছে।
View this post on Instagram