ছবি: দশমীর বিকেলও দর্শনার্থীর ঢল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে
দীপেন্দু পাল: মণ্ডপে এখন বরণের পালা। উমার বিদায়পর্ব আসন্ন প্রায়।
কোভিড আবহে দূরত্ববিধি মেনে চলছে প্রতিমা বিসর্জন পর্ব।
তবে এসবের মাঝেও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। শ্রীভূমিতেও পুজোর বাকি চারদিনের মতোই ভিড়।
পুজোর শুরু থেকেই শ্রীভমির মণ্ডপের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই অনেকেই ভিড় জমিয়েছিলেন রাস্তায়.
তবে কিছুটা হলেও তুলনামূলক কম ছিল এই বছরের ভিড়। চেনা