ঘরশত্রু বিভীষণ, কোহলিকে আউট করার টোটকা জাম্পাকে বলেছিলেন এক ভারতীয়!

Suman Majumder Wed, 06 Mar 2019-2:24 pm,

ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৩বার বিরাট কোহলি ও অ্যাডাম জাম্পা মুখোমুখি হয়েছেন। য়ার মধ্যে চারবার অজি স্পিনারের শিকার ভারতীয় অধিনায়ক। 

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই দুবার কোহলিকে আউট করেছেন অজি স্পিনার জাম্পা। আর তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এখন জানা যাচ্ছে, কোহলির দুর্বলতা জাম্পাকে বলে দিয়েছিলেন ভারতের এক প্রাক্তন স্পিনার। 

২০১৫ সালে অস্ট্রেলিয়া এ দল এসেছিল ভারতে। সেই সময় অজি দলের স্পিন কোচের দায়িত্বে ছিলেন শ্রীধরন শ্রীরাম। ভারতের হয়ে ৮টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীরাম। তাঁরই পরামর্শে নাকি কোহলিকে আউট করার টোটকা পেয়েছেন জাম্পা।

জাম্পা বলছিলেন, ''ভারতীয় কন্ডিশন সম্পর্কে শ্রী নিজের অভিজ্ঞতা আমায় জানিয়েছে। ওর থেকে পাওয়া পরামর্শ আমার প্রচুর কাজে লেগেছে। অস্ট্রেলিয়া উইকেটে টপ স্পিন ও রং ওয়ান (গুগলি) কার্যকরী হয়। তবে উপমহাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে সাইড স্পিন বেশি ব্যবহার করি। কোহলির বিরুদ্ধেও প্রথম ম্যাচে সাইড স্পিনেই সাফল্য পেয়েছি।''

একটা সময় ভারতীয় দলে অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছিলেন শ্রীরাম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link