IPL 2020: আমিরশাহিতে দ্রুততম হাফ-সেঞ্চুরি করলেন নিকোলাস পুরান
আমিরশাহি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।
সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন পুরান।
বিধ্বংসী মেজাজে দুটি চার এবং ছটি ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন নিকোলাস পুরান।
২০২০ সালের আইপিএলে রাজস্থান রয়েলসের সঞ্জু স্যামসন ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এদিন সঞ্জুকে ছাপিয়ে গেলেন পুরান।
আইপিএলের ইতিহাসে অবশ্য দ্রুততম হাফ সেঞ্চুরির নজির রয়েছে কে এল রাহুলের। ২০১৮ সালের আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।