Srijit- Mithila-র গঙ্গা পারের প্রেম
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/09/305687-1462122222278627218935916903623549861972401n.jpg?im=FitAndFill=(500,286))
কাজের হাজারো ব্যস্ততা, তবুও তার মাঝে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছাড়েন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে গঙ্গা ভ্রমণে গিয়েছিলেন পরিচালক।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/09/305686-14814235322786272889359093439510229648068388n.jpg?im=FitAndFill=(500,286))
পরিচালক স্বামী সৃজিতের সঙ্গে গঙ্গা ভ্রমণের নানান মুহূর্ত উঠে এসেছে অভিনেত্রী, সমাজকর্মী মিথিলার ফেসবুক পেজে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/09/305684-14838648122780489089937472145649171280319117n.jpg?im=FitAndFill=(500,286))
গঙ্গা ভ্রমণের ছবিগুলি দুটি ধাপে পোস্ট করেছেন মিথিলা। সোমবার বেশকিছু ছবি পোস্ট করে মিথিলা ক্যাপশানে লেখেন, ''Ganga kinaare...''। মঙ্গলবার আরও কিছু ছবি দিয়ে মিথিলা লেখেন, ''More from the Ganges and Howrah Bridge''।
গঙ্গা পারে রোম্যান্সে মগ্ন সৃৃজিত-মিথিলা। তাঁদের ছবিগুলি তুলে দিয়েছেন অভিরূপ গুহ রায়।
গঙ্গায় নৌকা ভ্রমণে রাফিয়াত রশিদ মিথিলা।