ফোন করলেন শিক্ষামন্ত্রী, কন্যাকুমারীতে পেলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে
নিজস্ব প্রতিবেদন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে কন্যাকুমারী ঘুরতে চলে গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তাঁকে শো কজ করল শিক্ষা দফতর।
সদ্য রেজাল্ট বেরিয়েছে।। আজ চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে স্কুল শিক্ষা দফতর। কথা বলতে চান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী তখনই জানতে পারেন, কলকাতায় নেই চেয়ারম্যান। তিনি ঘুরতে গিয়েছেন কন্যাকুমারীতে।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবে গেলেন, কাকে বলে গেলেন, কেউ জানে না।
সাধারণভাবে কোনও সরকারি দফতরের অফিসার ছুটিতে গেলে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে যান।। কিন্তু, শিক্ষামন্ত্রী বা শিক্ষাদফতর কাউকে না জানিয়েই কন্যাকুমারী চলে গেছেন সৌমিত্র সরকার। সে কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।