ছবি: যীশুপুজোর আগে আলোয় সেজে উঠেছে সেন্ট পল`স ক্যাথিড্রাল চার্চ
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর শুরু হবে বড়দিনের প্রার্থনা। তার আগে সেজে উঠেছে কলকাতার অন্যতম পুরনো গির্জা- সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী টুইট করেন, ক্রিসমাস সকলের। হিন্দু, মুসলিম, শিখ ভাই-বোনেদের ডানাই ক্রিসমাসের শুভেচ্ছা। আমরা সকলে মিলে উত্সব উদযাপন করি। এটাই বাংলার সৌন্দর্য।
প্রতিবছর সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও থাকবেন তিনি।
১৮৩৯ সালে শুরু হয়েছিল সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চের নির্মাণ। শেষ হয়েছিল ১৮৪৭ সালে। কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থাপত্য এটি।
ধর্মবর্ণ নির্বিশেষে বড়দিনে প্রচুর মানুষ যান সেন্ট পল'স ক্যাথিড্রালে।