মঞ্চ তৈরি, ছবির মতো সেজে উঠেছে উনিশের ব্রিগেড
ঘাসফুল পতাকায় ছয়লাপ ব্রিগেড চত্বর।
মঞ্চ বাঁধার কাজ শেষ। মহাজোটের বার্তা দিতে তৈরি মঞ্চ। মূল মঞ্চ ১২ ফুটের।
ভিড় জমাতে শুরু করেছে কর্মী, সমর্থকরা।
৭০০টি লোহার রড দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো। ব্রিগেডে ঢোকার জন্য ৭টি প্রবেশপথ নির্দিষ্ট করা হয়েছে।
ব্রিগেডে ৫০ লাখ ভিড় হবে বলে অনুমান।
উপস্থিত জমায়েতের সবাই যাতে সবদিক থেকে ভালোভাবে বক্তৃতা শুনতে পায়, সেজন্য গোটা ব্রিগেড চত্বরে ১০০০টি মাইক লাগানো হয়েছে।