উত্তেজনা থাকলেও লাদাখ নিয়ে চিন্তার কারণ নেই, আমরাও পুরোপুরি তৈরি:বিপিন রাওয়াত

Mon, 14 Dec 2020-3:14 pm,

লাদাখে বর্তমানে স্ট্যান্ডঅফ পরিস্থিতি বজায় রয়েছে। এর জেরে তিব্বতে কিছু তত্পরতা শুরু করেছে চিন। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই। চিনের মোকাবিলা করতে আমরা পুরোপুরি তৈরি। কলকাতায় এক অনুষ্ঠানে বললেন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত। ডেকা লা প্রসঙ্গে রাওয়াত বলেন, ২০১৭ সালে এই সমস্যা তৈরি করে চিন। এনিয়ে বাড়াবাড়ি হয়নি। পিএলএ সমস্যা জটিল করার চেষ্টা করছে। আমরাও ব্যবস্থা নিচ্ছি।

দেশের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে কোনও চেষ্টাই বাদ দেবে না আমাদের সেনা, তা সে স্থল, জল কিংবা আকাশসীমা-ই হোক না কেন। 

লাদাখ  উত্তেজনার মধ্যেই লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এনিয়ে বিপিন রাওয়াত বলেন, আমরা যেভাবে প্রস্ততি নিয়েছি বা একের পর এক পদক্ষেপ নিয়েছি তা বিপক্ষের চিন্তার কারণ রয়েছে। 

দেশের সামনে একাধিক চ্যালেঞ্জ প্রসঙ্গে রাওয়াত বলেন, আমরা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছি, সমুদ্রে চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। এর ফলে আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছি। জলসীমার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা পেরেছি। দেশের জাহাজ নির্মাণ কারখানা গুলি তাতে আমাদের সাহায্য করেছে।

বর্তমানে বিশ্বে লড়াইয়ের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন দেখা দিচ্ছে। সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সুবিধে, অসুবিধে দুটোই রয়েছে। বর্তমানে আমাদের নৌসেনার বিমান বহরের প্রয়োজন। এনিয়ে পরিকল্পনা হচ্ছে। দেশের তিন বাহিনী যখন জুড়ে একটি প্লাটফর্মে আনা হয় তখন অনেকের খটকা লেগেছিল। এতে আমাদের শক্তি বেড়েছে। এখন আমরা একে অপরের পরিপূরক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link