ফিরছে পাটের সুদিন! প্লাস্টিকের বদলে সরকারি বিজ্ঞাপনে চটের হোর্ডিং-ব্যানার
নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছে ভারত সরকার। এবার গোটা রাজ্যে প্লাস্টিকের হোর্ডিং ও ব্যানার মুক্ত করার পরিকল্পনা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
প্লাস্টিকের পরিবর্তে সরকারি বিজ্ঞাপনে ব্যবহার করা হবে চট।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুরসভা ও পঞ্চায়েতে প্রচারে হোর্ডিং ও ব্যানারে আর প্লাস্টিক ব্যবহার হবে না। তার বদলে পরিবেশবান্ধব চটের ব্যানার থাকবে।
রাজ্য সরকারের সিদ্ধান্তের জেরে চটের সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন অনেকে।
২০২২ সালের মধ্যে, একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক সম্পূর্ণ বর্জনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী।